bn_mat_text_reg/24/37.txt

4 lines
722 B
Plaintext

\v 37 যেমন নোহের সময়ে হয়েছিল, মানবপুত্রের আগমনও তেমন হবে।
\v 38 কারণ বন্যা আসার আগে থেকে, জাহাজে নোহের প্রবেশের দিন পর্যন্ত, লোকে যেমন খাওয়া দাওয়া করত, বিয়ে করত, ও বিয়ে দিয়েছে।
\v 39 এবং ততক্ষণ বুঝতে পারল না, যতক্ষণ না বন্যা এসে সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, তেমন মানবপুত্রের আগমনের সময়েও হবে।