bn_mat_text_reg/13/51.txt

6 lines
843 B
Plaintext

\v 51 তোমরা কি এই সব বুঝতে পেরেছ? তাঁরা বললেন হ্যাঁ।
\v 52 তখন তিনি তাঁদের বললেন, এই জন্য স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষিত প্রত্যেক ধর্মশিক্ষক শিষ্য হয়েছে যারা এমন মানুষ যে তারা ঘরের মালিকের সমান, যে নিজের ভান্ডার থেকে নতুন ও পুরানো জিনিস বের করে।
\ms যীশু নিজের শহরে অগ্রাহ্য হন।
\m
\v 53 এই সকল গল্প শেষ করবার পর যীশু সেখান থেকে চলে গেলেন।