bn_mat_text_reg/13/18.txt

3 lines
447 B
Plaintext

\v 18 অতএব তোমরা বীজ বোনার গল্প শোন।
\v 19 যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনে না বোঝে, তখন সেই শয়তান এসে তার হৃদয়ে যা বোনা হয়েছিল তা নিয়ে চলে যায়; এ সেই, যে পথের পাশে পড়ে থাকা বীজের কথা।