6 lines
808 B
Plaintext
6 lines
808 B
Plaintext
\v 7 তখন সে উঠে নিজের ঘরে চলে গেল।
|
|
\v 8 তা দেখে সব লোক ভয় পেয়ে গেল, আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তার গৌরব করল।
|
|
\s2 মথির আহ্বান। সেই বিষয়ে যীশুর শিক্ষা।
|
|
\p
|
|
\v 9 সেই জায়গা থেকে যেতে যেতে যীশু দেখলেন, মথি নামে এক ব্যক্তি কর আদায়ের জায়গায় বসে আছে; তিনি তাঁকে বললেন, “আমার সঙ্গে এস।” তাতে তিনি উঠে তাঁর সঙ্গে চলে গেলেন।
|