\v 18 ভাল গাছে খারাপ ফল ধরতে পারে না এবং খারাপ গাছে ভাল ফল ধরতে পারে না।
\v 19 যে কোন গাছে ভাল ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া যায়।
\v 20 অতএব তোমরা ওদের ফলের মাধ্যমে ওদেরকে চিনতে পারবে।