bn_mat_text_reg/14/31.txt

4 lines
557 B
Plaintext
Raw Normal View History

2021-01-21 11:30:44 +00:00
\v 31 তখনই যীশু হাত বাড়িয়ে তাঁকে ধরলেন, আর তাঁকে বললেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে?
\v 32 পরে তাঁরা নৌকায় উঠলেন, আর বাতাস থেমে গেল।
\v 33 আর যাঁরা নৌকায় ছিলেন, তাঁরা এসে তাঁকে প্রণাম করে বললেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র।